নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ অব্যয় পদ পর্ব 2
সমুচ্চয়ী অব্যয়
সমুচ্চয় শব্দের সাধারণ অর্থ সমাহার ।
তাই নানা শ্রেণীর অব্যয় আছে সমুচ্চয়ী অব্যয় এর মধ্যে ।
যে অব্যয় পদের সঙ্গে অন্য পদের একটি বাক্যাংশের সাথে অন্য বাক্যাংশের অথবা একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের সংযোজন বিয়োজন ঘটায় তাকে বলে সমুচ্চয়ী অব্যয় ।
শ্রেণীবিভাগ
সংযোজক অব্যয় -
বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের মধ্যে সংযোগ স্থাপন করে ।
ভারত এবং বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ ।
বিয়োজক অব্যয়
দুই বা তার বেশি পদ বা বাক্যকে পরস্পরের থেকে আলাদা করার ক্ষেত্রে যে অব্যয় ব্যবহৃত হয় ।
বনে নয় মনে মোর পাখি আজ গান গায় ।
সংকোচক অব্যয়- যে অব্যয় মূল বাক্য বা পদের অর্থ সংকুচিত করে ।
সে মেধাবী কিন্তু অলস ।
প্রশ্নসূচক অব্যয় -
কোন বিষয়ে প্রশ্ন করার সময় যে অব্যয় ব্যবহার করা হয় ।
তোমার নাম কী ?
বৈকল্পিক অব্যয় -
একটি পদের বিকল্প হিসেবে অন্য পদকে বোঝানোর জন্য যে অব্যয় ব্যবহৃত হয় ।
আমি অথবা তুমি যে কেউ গেলেই হবে ।
সাপেক্ষ অব্যয় -
পরস্পর সম্পর্কিত একজোড়া অব্যয় যখন দুটি আলাদা বাক্যে পৃথক ভাবে বসে এবং একটি বাক্যে পরিণত করে ।
এগুলি সর্বদা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় ।
একটি আলাদাভাবে কখনো ব্যবহৃত হয় না বলে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে ।
যদি তুমি আসো তবে আমি যাব ।
হেতুবাচক অব্যয়-
যে অব্যয় এর দ্বারা হেতু বা কারণ নির্দেশক দুটি বাক্য বা পদের মধ্যে অন্বয় স্থাপন করা হয় ।
বাচ্চাটি কান্না করছে কারণ তার মা কাছে নেই ।
সিদ্ধান্তমূলক অব্যয়-
যে অব্যয় এর দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়ার ভাব বোঝায় ।
আমি ঘটনার সময় ছিলাম না অতএব কিছুই জানিনা ।
0 Comments