Ad Code

নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ অব্যয় পদ পর্ব -1



 নবম শ্রেণী বাংলা ব্যাকরণ পর্ব -অব্যয় পদ ১

অর্থবোধক ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে শব্দ ।

শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে বলে পদ । পদ দুই প্রকার । নাম পদ ও ক্রিয়াপদ । নাম পদ চার প্রকার । বিশেষ্য ,বিশেষণ ,সর্বনাম ,অব্যয় । সুতরাং আমরা পদকে সহজে পাঁচ প্রকার বলতে পারি ।

আজকের পাঠ্যবিষয় অব্যয় পদ

অব্যয় অর্থাৎ নাই ব্যয় যার । কোন অবস্থার যে পদের কোনো পরিবর্তন হয় না ।

বিভক্তি ,লিঙ্গ ,বচন ,পুরুষ ভেদে যার কোন পরিবর্তন হয় না এবং সব অবস্থায় অপরিবর্তনীয় তাকে বলে অব্যয় পদ । যেমন -এবং, কিন্তু, ও ,ইত্যাদি, সাত ভাই চম্পা জাগো রে ।

বাংলায় ব্যবহৃত অব্যয় দুই ধরনের ।

1.সংস্কৃত অব্যয় -

এবং ,অতএব ,যদি ,বরং,যদি, সদৃশ, সর্বদা, প্রত্যহ , সুতরাং ,নিতান্ত ,নতুবা, ইত্যাদি ।

2. খাটি বাংলা অব্যয় -

না ,বা ,আচ্ছা, ছি ছি , ইস ইত্যাদি ।

ছি ছি ।একি করেছো ?

আমরি । কি সুন্দর ছবি ।

কাজের প্রকৃতি অনুসারে অব্যয় পদকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় ।

পদান্বয়ী , বাক্যান্বয়ী ,ভাববাচক ।

পদান্বয়ী অব্যয় -

যে অব্যয় পদ বাক্যের মধ্যে দুটি পদের মধ্যে অন্বয় সাধন করে বা সম্পর্ক সাধন করে তাকে বলে পদান্বয়ী অব্যয়।

পদান্বয়ী অব্যয় তিন ভাগে বিভক্ত ।

ক) সাদৃশ্য বাচক

খ ) সীমা বাচক

গ ) ব্যতিরেক বাচক

সাদৃশ্য বাচক-

বাক্যের মধ্যে সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হয় ।

মায়ের মত আপন কেউ নয় ।

সীমা বাচক -

সীমা বোঝাতে ব্যবহৃত হয় ।

আজ পর্যন্ত তোমার দেখা পেলাম না ।

ব্যতিরেক বাচক -

ছাড়া ,ব্যতীত ,ভিন্ন, ইত্যাদি অর্থ বোঝাতে বাক্যে এই ধরনের অব্যয় ব্যবহৃত হয় ।

কানু বিনা গীত নাই ।

দুঃখ বিনা সুখ লাভ হয় না ।

সে ছাড়া কেউ জানে না ।

Post a Comment

0 Comments