দশম শ্রেণী বাংলা QUIZ 1 (বহুরূপী সঠিক উত্তর নির্বাচন করো )
Q1: বিরাগী কে জগদীশবাবু টাকা দিতে চেয়ে ছিলেন-
- a. মন্দির নির্মাণের জন্য
- b. প্রণামী বাবদ
- c. তীর্থ ভ্রমণের জন্য
- d. ভূড়িভোজের জন্য
Q2:সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান -
- a. একদিন
- b. দুইদিন
- c. চারদিন
- d. পাঁচদিন
Q3: সন্ন্যাসী সারাবছর খেতেন -
- a. একটি আমলকী
- b. একটি বেল
- c. একটি হরীতকী
- d. একটি বহেড়া
Q4: কোন জিনিসটি ভয়ানক দুর্লভ-
- a. হীরা-পান্না
- b. মনিমুক্তা
- c. সন্ন্যাসীর পদধূলি
- d. জমি-বাড়ি
Q5: হরিদার জীবনের ঘরটা ছিল-
- a. ছোট-
- b. বড়
- c. মাঝারি
- d. অত্যন্ত খোলামেলা
Q6: গল্পকথক ও তার সঙ্গীদের আড্ডার সময় ছিল-
- a. সকাল -দুপুর
- b. সকাল -সন্ধ্যে
- c. দুপুর --বিকেল
- d. শুধুই রাতে
Q7: যারা হরিদার বহুরূপী রুপ চিনতে পারে তারা কত বকশিশ দেয় -
- a. এক আনা
- b. দুই আনা
- c. এক আনা দুই আনা
- d. তিন আনা
Q8: একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কখন বেজে উঠেছিল -
- a. সকাল বেলায়
- b. বিকেল বেলায়
- c. দুপুর বেলায়
- d. সন্ধের সময়
Q9: যাত্রীরা চেঁচিয়ে পাগলটাকে কি দিয়েছিল-
- a. খাবার
- b. জামাকাপড়
- c. দু -একটা পয়সা
- d. এক টাকা দুই টাকা
Q10: বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
- a. দশ টাকা এক আনা
- b. নয় টাকা বারো আনা
- c. আট টাকা -দশ আনা
- d. বারো টাকা দু আনা
0 Comments