Ad Code

ষষ্ঠ শ্রেণি বাংলা পর্ব-1


 

ষষ্ঠ শ্রেণি বাংলা

ক.সঠিক উত্তরটি লেখ

1.দেয়াল চিত্র এঁকে থাকেন- পুরুষেরা/ মেয়েরা /বালকেরা

2. মানভূম দেয়াল চিত্রের প্রতীক- পদ্ম /গোলাপ /শালুক

3. পিঁপড়ে আশ্রয় পেয়েছিল- পাতায় /মাটিতে /গাছে

4.ছোট্ট বাঘের ডেরা ছিল- পাখিরালয় /চিড়িয়াখানায় /কুমিরালয়ে

5. জলে নেমে মাছ খায়- ভোঁদড় /কাঁকড়া /ঝিনুক

খ.একটি বাক্যে উত্তর দাও -

1.দেয়াল চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয় ?

2.পুরুলিয়া শব্দটিকে লোকে চলতি ভাষায় কী বলে ?

3.পিপড়ে কে কে আশ্রয় দিয়েছিল ?

গ. সংক্ষেপে উত্তর দাও

1. ছোট্ট বাঘের রাগের কারণ কী ?

2. প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে ?

ঘ. সন্ধি বিচ্ছেদ করো

নিঃশ্বাস , বৃষ্টি, নিশ্চয়

ঙ .পদ পরিবর্তন করো

আশ্রয় ,শরৎ ,শরীর

উত্তর


ক.সঠিক উত্তরটি লেখ

1.দেয়াল চিত্র এঁকে থাকেন-মেয়েরা

2. মানভূম দেয়াল চিত্রের প্রতীক- পদ্ম

3. পিঁপড়ে আশ্রয় পেয়েছিল- পাতায়

4.ছোট্ট বাঘের ডেরা ছিল- পাখিরালয়

5. জলে নেমে মাছ খায়- ভোঁদড়

খ.একটি বাক্যে উত্তর দাও -

1.দেয়াল চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয় ?

দেয়াল চিত্র গুলি সাধারণত দুর্গাপূজা ও দীপাবলিতে আঁকা হয় ।

2.পুরুলিয়া শব্দটিকে লোকে চলতি ভাষায় কী বলে ?

চলতি কথায় পুরুলিয়া কে পুরুল্যা বলে ।

3.পিপড়ে কে কে আশ্রয় দিয়েছিল ?

পিপড়ে কে ঘাসপাতা আশ্রয় দিয়েছিল ।

গ. সংক্ষেপে উত্তর দাও

1. ছোট্ট বাঘের রাগের কারণ কী ?

- ছোট্ট হলুদ বাঘ ছানাকে তার বাবা-মা রেখেছিল

পাখিরালয়ে । কিন্তু সেখানে ছিল শুধু পাখিদের

আস্তানা এবং তার কোনো শিকার ধরার উপায় ছিল না ।

এজন্য তার মনে রাগ জমে ছিল ।

2. প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে ?

- শরৎ এলেই প্রকৃতিতে আনন্দের পরিবেশ আসে । প্রকৃতি থাকে রোদ ঝলমলে ,নীল আকাশে সাদা মেঘের ভেলা । মাঠে-মাঠে কাশফুল আর ভোরবেলা শিরশিরে হাওয়ায় ভেসে থাকে শিউলির সৌরভ ।গাছপালা থাকে ঘনসবুজ ।

ঘ. সন্ধি বিচ্ছেদ করো

নিঃশ্বাস = নিঃ + শ্বাস , বৃষ্টি =বৃষ্ + তি , নিশ্চয় = নিঃ+ চয়

ঙ .পদ পরিবর্তন করো

আশ্রয় - আশ্রিত , শরৎ - শারদীয় , শরীর - শারীরিক

Post a Comment

0 Comments