Ad Code

পঞ্চম শ্রেণি বাংলা পর্ব-3




 পঞ্চম শ্রেণি

বাংলা


1.টাপুর টুপুর বৃষ্টি পড়লে কী মনে পড়ে ?

2.বর্ষা রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল ?

3.ক. পুংলিঙ্গ কাকে বলে ?

3. খ. স্ত্রী লিঙ্গ কাকে বলে ?

4. বচন কাকে বলে ?


 উত্তর

1.টাপুর টুপুর বৃষ্টি পড়লে কবির মনে পড়ে ছেলেবেলার কথা, মায়ের কথা,মেঘের গুরুগুরু ডাক শুনে ভয় পাওয়ার কথা ,মায়ের মুখের হাসি ও গানের কথা আর মায়ের কোল ঘেঁষে চুপটি করে শুয়ে রূপকথার গল্প শোনার কথা ।

2. বর্ষা রাতে গোপাল স্বপ্ন দেখেছিল যে, জটিপিসিমার বাড়িতে সে নেমন্তন্ন খেতে গেছে ।

জটিপিসিমা তাকে কাকুড়ের ডালনা খেতে দিয়েছে । জটিপিসিমার বড় মেয়ে লাবণ্য একটা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে তার থালায় উপুড় করে ঢেলে দিচ্ছে । রান্না করা তরকারি ,খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল । সে স্বপ্ন দেখেছিল যে সকলের খাওয়া শেষ হয়ে গেলেও তার খাওয়া শেষ হচ্ছিল না ।


3. ক. যে শব্দে পুরুষ কে বোঝানো হয় তাকে পুংলিঙ্গ শব্দ বলে । যেমন- রাজা, শিক্ষক ,মহাশয় 3. খ. যে শব্দে নারী কে বোঝানো হয় তাকে স্ত্রীলিঙ্গ শব্দ বলে । যেমন- শিক্ষিকা ,মা, মহাশয়া  4.বিশেষ্য বা সর্বনাম পদের যে রূপ এর সাহায্যে জীব ও জড় বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে ।

Post a Comment

0 Comments