Ad Code

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পর্ব-1

 



1.গ্রীন হাউস এফেক্ট এর কারণ ব্যাখ্যা করো ।

সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তাপীয় বিকিরণ পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে দিয়ে গিয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে । ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি বায়ুমন্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাস দ্বারা শোষিত হয়।এই গ্যাস গুলি ভূপৃষ্ঠের দিকে তাপ বিকিরণ করে । ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে ।

2. কাচের ক্লাবে আলো আপতিত হলেও নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন ?

সাদা আলোকরশ্মি কাচের স্ল্যাব তীর্যকভাবে পড়ে প্রথম তলে প্রতিসরণের ফলে বিভিন্ন বর্ণের

রশ্মির চ্যুতি হয় । আবার কাঁচফলক থেকে বায়ুতে প্রতিসরণের সময় ওই রশি গুলির সমান ও বিপরীত চ্যুতি হয়।এর ফলে বিভিন্ন বর্ণের আলোকরশ্মি গুলি আবার মিশে সাদা আলো গঠন করে । তাই বর্ণালীতে বিভক্ত হয় না ।

3. আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চায়া সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন ?

আয়নীয় যৌগে অসংখ্য বিপরীত তড়িৎধর্মী আয়ন ত্রিমাত্রিক জালকের আকারে যুক্ত থাকে । আয়নীয় যৌগে অনুর কোন অস্তিত্ব থাকে না ।তাই যৌগের আণবিক ওজন বলে কিছু হয় না ।সংকেত অনুযায়ী ওজন নির্ণয় করা হয় ।তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি অধিক যুক্তিযুক্ত ।

Post a Comment

0 Comments