Ad Code

মজার প্রশ্ন উত্তর

মজার প্রশ্নের বিজ্ঞান ভিওিক উওর....

১।যে প্রথম ঘডি বানিয়েছিলো সে কিভাবে জানলো তখন কয়টা বাজছিলো ? 
উওরঃসূর্য যখন ঠিক মাথার উপর তখন দুপুর ১২ টা বাজে 

২ ।আমরা চোখ দিয়ে সব দেখতে পাই কিন্ত চোখে কিছু পডলে সেটা দেখতে পাইনা কেনো ?
উওরঃ চোখের ফোকাস দূরত্ব ২৫সেমি। এর চেয়েও কাছাকাছি কোনো বস্তুকে আমরা ঘোলা দেখি কিংবা দেখতে পাইনা ।

৩।বিষের expire Date পার হয়ে গেলে বিষটা আরো বিষাক্ত হয়, নাকি বিষক্রিয়া লোপ পায়। 
উওরঃ বিষের কার্যক্ষমতা লোপ পায় তবে তখনো বিষ বিষই থাকে। 

৪। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হয় তাহলে গাধা বনের রাজা নয় কেনো ? 
উওরঃ বনের রাজা শব্দটা কাল্পনিক ।কারণ সিংহ নিজেও জানে না যে সে বনের রাজা। 

৫। পানি ফুটিয়ে খেলে পানিতে থাকা জীবাণু গুলো মরে যায়, কিন্তু জিবানু গুলোর ডেডবডির কি হয় ?  
উওরঃ ডেডবডির দেহের প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়,,ফলে তা খেয়ে ফেললেও মলাশয় দিয়ে বেরিয়ে যায়।

৬।মশা নিজের ঝুঁকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে কিন্তু কোন ঝুঁকি ছাড়া মাংসের দোকানে পডে থাকা রক্ত খায় না কেনো? 
উওরঃ কারণ টা হলো আমাদের চামড়া থেকে নির্গত এক ধরনের রাসায়নিক স্ত্রী মশা কে আমাদের দিকে আকৃষ্ট করে। ( পুরুষ মশা কে নয়, তাই পুরুষ মশা রক্ত খায় না ) কিন্তু মাংসের দোকানে পডে থাকা রক্ত সেই রাসায়নিক না থাকায় ময়া সেই রক্ত খায় না

Post a Comment

0 Comments