Ad Code

Post Sanction এবং Prior Permission

 Post Sanction এবং Prior Permission নিয়ে কিছু কথা:


Post Sanction এবং Prior Permission নিয়ে শিক্ষক/শিক্ষিকাদের মধ্যে যেমন ধোঁয়াশা রয়েছে তেমনই অনেক প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষাকর্মীদের মধ্যেও বিস্তর ভ্রান্তি রয়েছে। সেই ধোঁয়াশা/ভ্রান্তি দূর করতেই এই লেখা।


উৎসশ্রী পোর্টালের ভ্যাকান্সি যাচাই করতে গিয়ে স্কুলে ফোন করে অনেকেই শুনছেন যে ওই স্কুলে Post আছে কিন্ত PP (Prior Permission) নেই!

শুনে সবাই হতচকিত হয়ে যাচ্ছেন। সেটাই স্বাভাবিক। 


প্রধান শিক্ষকদের বিভিন্ন কর্মশালাতেও দেখেছি এই বিষয়টিতে অনেক মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে।

বিষয়টি ভালো করে বোঝা দরকার। 


👉Post কি?

👉আর Prior Permission-ই বা কি?


খুব সহজ করে যদি বলতে হয়, তাহলে Post (পদ) হল একটি চেয়ার/আসন। আর Prior Permission হল সেই চেয়ারে কাউকে বসানোর পূর্ব অনুমতি।


অনুমতি কে নেবেন?

যিনি ওই চেয়ারে কাউকে বসানোর জন্য অধিকার চাইছেন, তিনি নেবেন। অর্থাৎ যিনি Appointing Authority.

তাহলে স্কুলের Appointing Authority কে? আর Post-ই বা তৈরী হয় কি করে? সেটা জানা দরকার। 


স্কুল যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) জুনিয়র হাইস্কুলের অনুমতির (School Recognition) সঙ্গেই by default 6 টি Teaching Post, 2 টি Non-teachong Post তৈরী হয়। সেখানে প্রধান শিক্ষকের কোনও পদ থাকে না।

এরপর যখন ওই স্কুলটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমতিক্রমে মাধ্যমিক স্তরে (নবম ও দশম শ্রেণি) উন্নীত হয় তখন Secondary School Recognition এর সঙ্গেই by default আরও 6 টি Teaching Post (এর মধ্যে একটি হল প্রধান শিক্ষকের পদ) এবং 1টি Non-teaching Post তৈরী হয়।

অর্থাৎ একটি স্কুল সদ্য মাধ্যমিক স্তরে উন্নীত হলে সেখানে মোট 12 টি Teaching Post (যার মধ্যে একটি প্রধান শিক্ষকের পদ এবং 11টি সহঃশিক্ষকের পদ), এবং 3 টি Non-teaching Post থাকবেই।

এরপর ছাত্রছাত্রী সংখ্যা বেশী হলে সেই অনুপাতে Additional Post (Teaching and Non-teaching) পাওয়া যায়।

এরপর মাধ্যমিক স্কুল যখন আবার প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) উন্নীত হয় তখন আরও 3 টি Teaching Post পাওয়া যায়।


এই সমস্ত Post গুলোর মধ্যে কোনটা কোন্ বিষয়ের Post হবে সেটা স্কুলের Staff Pattern অনুযায়ী স্থির হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে শাখার (Science/Commerce/Arts) অনুমতি মেলে তার ওপর বিষয় স্থির হয়।


আগে এই সমস্ত Post এর নিয়োগকর্তা ছিল স্কুলের পরিচালন সমিতি (Managing Committee)।

তখন স্কুলগুলি ছিল Non-Government Aided School.

স্বাভাবিক ভাবেই Post গুলিতে নিয়োগের আগে স্কুলগুলোকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পূর্ব অনুমোদন (Prior Permission) নিতে হত। বিদ্যালয়ের পরিচালন সমিতি সেইমতো দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বা Emplyment Exchange থেকে যোগ্য প্রার্থীদের ডেকে তাদের ইন্টারভিউ করে নিয়োগপত্র দিতেন।

School Service Commission হবার পর তারা কেবলমাত্র যোগ্য প্রার্থীর নাম Recommend করে Recommendation Letter দিত। সেই অনুযায়ী Appointment দিত বিদ্যালয়ের পরিচালন সমিতি (MC) এবং Appointment Letter এ সই করতেন পরিচালন সমিতির সম্পাদক। বিদ্যালয়গুলি Government Sponsored হয়ে যাবার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকই পদাধিকার বলে পরিচালন সমিতির সম্পাদক হন এবং Appointment Letter এ তিনিই সই করতেন। 


বর্তমানে নিয়োগকর্তা হলেন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তারা সরাসরি যাকে নিয়োগপত্র দেন তিনিই স্কুলের Post এ জয়েন করেন।


তাহলে স্কুলের পরিচালন সমিতি যদি আর নিয়োগকর্তাই না থাকে তাহলে সেই স্কুল Prior Permission চাইবে কিসের জন্য?

যে কাজের অধিকার/এক্তিয়ার-ই আমার নেই আমি সেই কাজের জন্য অনুমতি চাইতে পারি কি?

আর চাইতে যাবই বা কেন?


তাই ন্যায়সঙ্গত কারণেই স্কুলগুলিকে এখন আর Prior Permission নিতে হয় না। যদি সেটা কাউকে নিতেই হয়, তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নেবেন। কারণ তারাই এখন নিয়োগকর্তা।


সুতরাং কোনও স্কুলে যদি Post থাকে কিন্ত Prior Permission না থাকে তাহলে চিন্তার কিছুই নেই। আপনাদের Appointment দেবেন WBBSE. ওটা তারা বুঝবেন। 

শুধু দেখতে হবে ওই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা সন্তোষজনক কিনা। কারণ শহরাঞ্চলের বহু বাংলা মিডিয়াম স্কুল ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে। আপনারা যোগ্য শিক্ষক/শিক্ষিকা হিসাবে সেখানে বদলি নিয়ে গেলে Job Satisfaction হয়তো পাবেন না।


সবার জন্য শুভেচ্ছা রইল। 

All the best.

Post a Comment

0 Comments