*উৎসশ্রী কি:*
সরকার পরিচালিত ও সরকারি সাহায্য প্রাপ্ত যে সকল প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ কর্মসূত্রে বাড়ি থেকে দূরের বিদ্যালয়ে চাকুরীরত, তাঁদের বাসস্থানের কাছাকাছি শুন্য পদ থাকা বিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির অনলাইন মাধ্যম হলো উৎসশ্রী।
*কারা আবেদনের যোগ্য:*
একই বিদ্যালয়ে একই পদে নিরবিচ্ছিন্ন পাঁচ বছর কর্মরত যে কোনো শিক্ষক/শিক্ষিকা আবেদনের যোগ্য।তবে-
1)যদি কোনো শিক্ষক/শিক্ষিকা ট্রান্সফার নিয়ে থাকেন তবে পরবর্তী পাঁচ বছর আবেদন করতে পারবেন না।
2)কোনো শিক্ষক/শিক্ষিকা পূর্বের বদলির আদেশ প্রত্যাখ্যান করলে সাত বছর আবেদন করতে পারবেন না।
3)কোনো শিক্ষক শিক্ষিকা সাসপেন্ড থাকলে আবেদন করতে পারবেন না।
4)কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা বিদ্যালয় সংক্রান্ত বিষয়ে কোর্ট কেস চললে তিনি আবেদন করতে পারবেন না।
*আবেদনের পদ্ধতি:*
1) শিক্ষক শিক্ষিকাগণ উৎসশ্রী পোর্টালে গিয়ে নিজের iosms employee id ও pan card নাম্বার দিয়ে submit করলে iosms profile এ থাকা মোবাইল নাম্বারে ও email এ একটি OTP যাবে।এই OTP নিৰ্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করলে LOGIN করা যাবে।
2)এর পর শিক্ষক শিক্ষিকা self initiated transfer এর ঘরে click করে জেলা ঠিক করবেন, অর্থাৎ তিনি যে জেলায় চাকরি করেন সেই জেলায় আবেদন করবেন না অন্য কোনো জেলায় আবেদন করবেন।
3)এর পর শিক্ষিক শিক্ষিকাগণ ফর্মের চাহিদা অনুসারে ঘর পূরণ করবেন ও তিনি সর্বাধিক তিনটি স্কুল পছন্দ করতে পারবেন(এখানে উল্লেখ থাকে যে এই স্কুল PTR এর ভিত্তিতে যে সমস্ত বিদ্যালয়ে শুন্য পদ আছে কেবলমাত্র সেই বিদ্যালায়গুলিকেই দেখাবে।সেখান থেকেই তিনটি স্কুল পছন্দ করতে হবে
4)একদম শেষ পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো reason point অর্থাৎ কোন গ্রাউন্ডে শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার নিতে চান তার ছটি কারণ খুলে যাবে(MEDICAL GRAOUND, ABOVE 57 YEARS,PH, CHILD AGE BELOW 10 YEARS,OTHERS ETC)এর মধ্য থেকে যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
MEDICAL GRAUND:এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা আবেদন করলে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ও অন্যান্য কাগজ পোর্টালে UPLOAD করতে হবে।পরে SIS এর তরফ থেকে DPSC তে এই আবেদন FORWARD করলে DPSC, CMOH এর মাধ্যমে যাচাই করবেন ও সেই রিপোর্ট পোর্টালে UPLOAD করবেন।
PH GROUND:40% এর উপর প্রতিবন্ধকতা থাকলে রিনিউ করা প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে, এ ক্ষেত্রেও dpsc থেকে CMOH দপ্তরে পাঠানো হবে ও সেই2রিপোর্ট পোর্টালে UPLOAD করতে হবে।
OTHERS-এই পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ।এখানে প্রধানত বাসস্থান থেকে বিদ্যালয়ের দূরত্ব দেখানো হবে।এই ক্ষেত্রে উপযুক্ত কতৃপক্ষের নিকট থেকে দূরত্ব সংক্রান্ত শংসাপত্র UPLOAD করতে হবে।একই ভাবে কোনো শিক্ষক শিক্ষিকা তাঁর স্বামী/স্ত্রীর কর্মস্থলের নিকট বদলির আবেদন করতে পারবেন।
5)সবশেষে আবেদনকারী শিক্ষক/শিক্ষিকা সমস্ত তথ্য দেখে নিয়ে FINALIZE করবেন।এখানে মনে রাখবেন একবার FINALIZE করার পর আর কোনোরূপ পরিবর্তন/বাতিল(EDIT/CANCEL ) করা যাবে না।ট্রান্সফার অর্ডার আসলে গ্রহণ করতে হবে।তাই Finalize করার বিষয়ে সতর্ক থাকুন।
*আবেদন পরবর্তী কাজ:*
শিক্ষক শিক্ষিকাগণ Finalize করার পর আবেদন sis এন্ডে আসবে ও আবেদনকারী mail/msg পাবেন।এমন করে প্রতিটি স্তর পর হলেই তিনি mail/msg পাবেন।এছাড়াও তিনি পোর্টালের প্রথমেই view self initiated transfer status এ গিয়ে তাঁর আবেদনের প্রতিটি পর্যায় দেখতে পাবেন।
*SIS এর কাজ:*
SIS তাঁর LOG IN দিয়ে ঢুকে প্রতিটি আবেদন ভালো করে খুঁটিয়ে দেখবেন ।কোনো ত্রুটি থাকলে তিনি আবেদনকারীর কাছে পুনরায় ফেরত পাঠাবেন ,অন্যথায় ঠিক থাকলে DPSC এন্ডে FORWARD করবেন।এখানে উল্লেখ থাকে আবেদন করার 14 দিনের মধ্যে SIS এর তরফ থেকে আবেদনের সমাধান করতে হবে।(নীচের একনজরে বিভাগে এই বিষয়ে আরো কিছু যুক্ত করা হবে)
*DPSC কাজ:*
1)আবেদন অনুসারে জেলার মধ্যে বদলি গুলি জেলা শুন্য পদ অনুসারে DPSC নিয়োগ করতে পারবে।
2)অন্য জেলা বদলিগুলি DPSC সঠিক মনে করলে পরবর্তী এন্ডে FORWARD করবে।
3)MEDICAL GRAUND ও PH এর ক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য CMOH এর কাছে পাঠাবেন ও পোর্টালে রিপোর্ট UPLOAD করবেন।
4)কোনো স্কুল ট্রান্সফারের ফলে PTR অনুসারে কম শিক্ষক হয়ে পড়লে DPSC ,SORPLUS ADJUSTMENT করতে পারবে।
*কারা অগ্রাধিকার পাবেন*:
1)মেডিক্যাল গ্রাউন্ডে(রোগের তালিকা দেওয়া আছে) আবেদনকারী।
2)PH শিক্ষক শিক্ষিকা।
3)10 বছরের নীচে সন্তান আছে এমন শিক্ষিকা।
4)57-59 বছরের মধ্যে বয়সের শিক্ষক শিক্ষিকাগণ।
5)রোগের কারণে পারিবারিক দায়িত্ব পালন(?)
*একনজরে:*
1) MUTUAL ট্রান্সফারের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা আবেদন করার সাথে সাথে তিনি কোনো জেলা, মহকুমা, সার্কেলে কত জন MUTUAL এর জন্য আবেদন করেছেন তাঁদেরকে দেখতে পাবেন ও পছন্দের স্কুলকে REQUEST পাঠাতে পারবেন।উভয়েই রাজি হয়ে FINALIZE করলে MUTUAL ট্রান্সফারের অর্ডার হবে।
2)একই সার্কেলের মধ্যে ট্রান্সফারের আবেদন করা যাবে না।
3)HT রাও আবেদনের যোগ্য, তবে যে স্কুলে HT পদ ফাঁকা আছে সেই স্কুলে।
4)TIC গণ AT হিসাবে যেকোনো শুন্য পদের স্কুলে আবেদন করতে পারবেন।
5)শিক্ষক শিক্ষিকাদের যোগদান থেকে শুরুকরে SCORE তৈরি হবে, সেই হিসাবে একাদিক শিক্ষক শিক্ষিকার মধ্যে RANKING হবে।একাধিক জনের SCORE সমান হলে DATE OF BIRTH অনুসারে যিনি সিনিয়র তিনি আগে থাকবেন।
6)ডিস্টান্স নির্ণয় সার্ভিস বুকের ঠিকানা অনুসারে হবে, তবে শিক্ষক শিক্ষিকাগণ চাইলে আবেদনের পরিপ্রেক্ষিতে অফিস ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
7)কোনো শিক্ষক শিক্ষিকা পছন্দ করা তিনটি স্কুলই না পেলে তাঁর কাছে RETURN আসবে।চাইলে তিনি পুনরায় তিনটি স্কুল পছন্দ করে আবার পাঠাতে পারবেন।
0 Comments