বিস্ময়সূচক বাক্য
1.অনেক বই ছাপা হয়েছে মেসোর-কম বই ছাপা হয়েছে মেসোর
2. লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় -
--লেখক মানে কি আর কোন আকাশ থেকে পড়া জীব !
দশম শ্রেণী বাংলা ব্যাকরণ সমাস -জ্ঞানচক্ষু
3. সেই তিনি নাকি বই লেখেন -
--সেই তিনি বই লেখেন !
4. আজ আর অন্য কথা নেই-
--আজ কি আর অন্য কথা আছে !
দশম শ্রেণী জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাজেশন
জটিল বাক্য
1. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।
--যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল।
2. তপনের নতুন মেসো মশাই একজন লেখক।
--যিনি তপনের নতুন মেসো মশাই, তিনি একজন লেখক ।
দশম শ্রেণী মাধ্যমিক 2021 সাতটি বিষয়ের MCQ প্রশ্ন উত্তর সাজেশন
3.হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন।
--হঠাৎ যে উত্তেজনা অনুভব করে তপন, তা ভয়ানক ।
4. তা ওরকম একটা একটি লেখক মেসো থাকা থাকা মন্দ নয় ।
--তা যদি ওরকম একটি লেখক মেসো থাকে তবে মন্দ নয় ।
দশম শ্রেণী বাংলা জ্ঞানচক্ষু ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব 1
5. তপন কে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় ।
-- যখন তখন নিজের গল্প পড়তে বসবে তখন যেন অন্যের লেখা লাইন পড়তে না হয় ।
0 Comments