Ad Code

দশম শ্রেণি বাংলা ব্যাকরণ -কারক -জ্ঞানচক্ষু

 



দশম শ্রেণি বাংলা  ব্যাকরণ

জ্ঞানচক্ষু থেকে তোমাদের জন্য কিছু ব্যাকরণ নিয়ে তার উত্তর করে দেওয়া হয়েছে । তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করো  ।মাধ্যমিক পরীক্ষার জন্য  জ্ঞানচক্ষু থেকে এই ব্যাকরণ গুলো খুবই গুরুত্বপূর্ণ  । তোমরা খুব ভালো করে খাতায় লিখে প্রস্তুতি নাও ।


1.কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের - সম্বন্ধপদে এর বিভক্তি 


2.সেসব বই নাকি ছাপাও হয় । বই- কর্ম কারকে শূন্য বিভক্তি


দশম শ্রেণী বাংলা ব্যাকরণ সমাস -জ্ঞানচক্ষু


3. এ বিষয়ে সন্দেহ ছিল তপনের । বিষয়ে- অধিকরণ কারকে এ বিভক্তি


4. মামার বাড়ীতে বিয়ে উপলক্ষে এসেছে তপন । 


    মামার বাড়িতে -অধিকরণ কারকে তে বিভক্তি 


5. ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে । ওদিকে -অধিকরণ কারকে এ বিভক্তি


6. লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়  । আকাশ- থেকে অপাদান কারকে শূন্য বিভক্তি 


7. তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো । তপন -সম্বন্ধে পদে শূন্য বিভক্তি  


8. বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা ।বিকেলে -অধিকরণ কারকে এ বিভক্তি


9. তার মানে তপন কে এখন লেখক বলা চলে । লেখক -কর্ম কারকে শূন্য বিভক্তি 


দশম শ্রেণী জীবন বিজ্ঞান  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাজেশন


10. যেন নেশায় পেয়েছে । নেশায়- করণ কারকে য় বিভক্তি


11.  তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে।

         কোথায় -অধিকরণ কারকে য় বিভক্তি

12. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে  । পৃথিবীতে- অধিকরণ কারকে  তে বিভক্তি 


13. লজ্জা ভেঙ্গে পড়ে তপন । তপন- কর্তৃকারকে শূন্য বিভক্তি  


14. এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন । মুহূর্তে - অধিকরণ কারকে এ বিভক্তি 


15.তার চেয়ে দুঃখের কিছু নেই  । তার চেয়ে - অপাদান কারকে র বিভক্তি

Post a Comment

0 Comments