Ad Code

দশম শ্রেণী বাংলা পর্ব-4



 দশম শ্রেণী বাংলা পর্ব-4


ক.কুড়িটি শব্দে উত্তর দাও ।

1.ভদ্রতার অযোগ্য তোমরা -বক্তা কে ?কাকে বলেছেন ?

2.তোমার কথা আমার চিরদিন মনে থাকবে কার কথা ?

3. এই মুহূর্তে তুমি দরবার ত্যাগ করো -কে কাকে বলেছেন ?

4.পদ্মাবতী কাব্যটি কোন কাব্যের অনুবাদ ?

5.সমুদ্রের নৃপতি সুতা কে ?

খ.সংক্ষিপ্ত উত্তর দাও ।

1.আর কত হেয় আমাকে করতে চান আপনারা । কারা কাকে কিভাবে হেয় করেছিল ?

2.বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না । -কে কাদের উদ্দেশ্যে এবং কেন বলেছেন ?

3.বিস্মিত হইল বালা । বালা কে ? বিস্ময়ের কারণ কী ?

গ.প্রতিবেদন রচনা করো, শিরোনাম সহ -রক্তদান ।

ঘ.বাক্য নির্মাণের শর্ত গুলি কী কী ? যোগ্যতা সম্বন্ধে উদাহরণসহ আলোচনা করো ।


ANSWER


ক.1.শচীন সেনগুপ্ত রচিত সিরাজদ্দৌলা নাট্যাংশে এই উক্তিটির বক্তা নবাব সিরাজদ্দৌলা, বলেছেন ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে ।

2. তোমরা বলতো এখানে সিরাজদ্দৌলা ফরাসি প্রতিনিধি মাসিয়ে লা-র কথা বলেছেন ।

3. সিরাজদ্দৌলা নাট্যাংশে সিরাজদ্দৌলা বলেছেন ওয়াটসকে উদ্দেশ্য করে ,যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ।

4. পদ্মাবতী কাব্যটি হিন্দি ভাষায় রচিত ( মালিক মহম্মদ জায়সীর) পদুমাবৎ কাব্যের অনুবাদ ।

5. সিন্ধুতীরে কাব্যাংশে সমুদ্র নৃপতি সুতা হলো পদ্মা ।

খ.1. সিরাজউদ্দৌলা নাট্যাংশে মীরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ প্রমূখ সভাসদ ও অভিজাতরা হেয় করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে ।

সিংহাসনে আরোহণের পর থেকে সিরাজের বিরোধিতা করেছিলেন প্রধান সেনাপতি থেকে প্রায় সকলঅভিজাতরা এবং সভাসদরা । নবাব ওয়াটসকে তার কুকর্মের জন্য বহিষ্কার করলে রাজবল্লভ বিরোধিতা করে । জগৎশেঠ অবিবেচনার প্রসঙ্গ তোলেন । এভাবে প্রায় সকলেই হেয় করেন

2. সিরাজদ্দৌলা নাট্যাংশে কথাগুলি বলেছেন নবাব সিরাজদ্দৌলা । বলেছিলেন সিপাহ সালার মীরজাফর ও তার অনুগামীদের লক্ষ্য করে ।

বাংলার দুর্দিন বলতে সিরাজদ্দৌলা রাজনৈতিক সমস্যাগুলির কথা বলেছেন ।

প্রথমত -ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করা

দ্বিতীয়ত- সিরাজের অব্যবহৃত পূর্বে প্রচুর অর্থ ব্যয় ও সৈন্যক্ষয়

তৃতীয়ত- ইংরেজদের ফরাসি দুর্গ দখল এবং

চতুর্থত- কাশিমবাজার উদ্দেশ্যে সৈন্য প্রেরণ

এজন্য সিরাজ তাকে ত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

3. সিন্ধুতীরে কাব্যাংশে উক্ত বালা বলতে সমুদ্র নৃপতি কন্যা পদ্মার কথা বলা হয়েছে ।

পদ্মা তার সখীদের নিয়ে সিন্ধুতীরে সুরম্য উদ্যান এ যাওয়ার সময় সমুদ্রের কাছে ভেলা দেখে সেখানে যান

সেখানে চার সখীসহ এক সুন্দরী কন্যা কে দেখতে পান ।তার অপরূপ সৌন্দর্যে পদ্মা বিস্মিত হয়েছিলেন ।

গ.প্রতিবেদন রচনা রক্তদান

শিরোনামঃ মিলন সংঘের রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা , কলকাতা 27 শে আগস্ট 20-দর্জি পাড়া ঐক্যতান সংঘের সহযোগিতায় গতকাল অনুষ্ঠিত হলো এক বিশেষ রক্তদান শিবির । সুবর্ণজয়ন্তী প্রতিষ্ঠা দিবস এবং রক্তদান শিবিরের রজতজয়ন্তী বর্ষে উদ্বোধক ছিলেন স্থানীয় বিশিষ্ট ক্রিকেটার ও সমাজসেবী শ্রীযুক্ত শ্যামল দাস মহাশয় । সম্পাদক শ্রী ননী গোপাল সেন বলেন বিশেষ প্রচারের জন্য এবার রক্তদাতার সংখ্যা 100 অতিক্রম করেছে । স্থানীয় অধিবাসীদের সাথে নিবিড় যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধির জন্য এই সাফল্য বলে তার অভিমত ব্যক্ত করেন । প্রধান অতিথি বিশিষ্ট লেখিকা কল্যাণী লাহা এর প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন । রক্তদান জীবন দান মনে করিয়ে দেওয়ার জন্য উদ্যোক্তারা আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে প্রশংসিত হন ।

ঘ.বাক্য নির্মাণের শর্ত গুলি হল -

আসত্তি ,যোগ্যতা এবং আকাঙ্ক্ষা

বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করাকে বলা হয় যোগ্যতা

অর্থপূর্ণ কতগুলি শব্দ পাশাপাশি বসলেই বাক্য হয় না । সেগুলিকে সঠিক স্থানে বসারও প্রয়োজন । আর শব্দ গুলোকে সঠিক অর্থও প্রকাশ করতে হয় । অর্থটিকে বাস্তবের সাথে মিলে যেতে হবে ।

যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় । এটি একটি বাক্য ।

আবার সূর্য পূর্ব দিকে অস্ত যায় । এটি বাক্য নয় ।

এটাই হলো বাক্যের যোগ্যতা ।

Post a Comment

0 Comments