অষ্টম শ্রেণি বাংলা পর্ব -2
অধ্যায় - কি করে বুঝব -আশাপূর্ণা দেবী ।
1.অতি সংক্ষিপ্ত প্রশ্ন।
1.1মায়ের নাম কী ? -নির্মলা
1.2 বুকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ?-ভবানীপুরে
1.3 ছেনু মাসিরা কোথা থেকে এসেছেন ? -উত্তরপাড়া
1.4 স্কুলের নাম কী ?- আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ।
1.5 অতিথিরা বিদায় নেয়া মাত্র বুকুর মা কী করেছিল ?
বুকুর মা রণচন্ডী মূর্তি নিয়ে ছেলে ঠে তে শুরু করেছিল ।
2. সংক্ষিপ্ত প্রশ্ন
2.1অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কী করেছিল ?
বুকুর বাবা চটে লাল হয়ে বসেছিল
2.2 বুকুর মতে অতিথিরা চলে গেলে কী করতে হয় ?
বুকু বলে বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় ।তাদের বলতে হয় ছেলেটা কি অসভ্য , হ্যাংলা । মাসিরা কী অহংকারী । এসে তো মাথা কিনলেন ,শুধু শুধু একগাদা পয়সা খরচ করিয়ে দিল ।আসার আর সময় পেল না ।
3.রচনাধর্মী প্রশ্ন
বুকু কী বুঝতে পারেনি এবং এ বিষয়ে তোমার ধারণা কী ?
প্রকৃতপক্ষে বুকু কিন্তু বানিয়ে বা মিথ্যে কথা বলেনি ।তার মা আর বাবা নিজেদের আচরণের ভাবসাম্য বজায় রাখতে পারেনি ।বুকু সেই জিনিসটা বুঝতে পারেনি ।
অতিথিদের আড়ালে এরকমভাবে তারা ছোট ছেলেটির সামনেই কথা বলেন নির্বিচারে ।আর সামনে ভদ্রতা ও সৌজন্যের ভাব দেখান ।মনের ভাবকে এভাবে আড়াল করার অপচেষ্টাটুকু বুকু ধরতে পারেনি। তার এই বুঝতে না পারাটাই তার বিপদ ডেকে এনেছে ।স্পষ্টভাষী বুকু শিশুর সরলতায় যা শুনেছে, সে কথাই সকলের সামনে অকপটে বলে দিয়েছে ।তবে তার মা যখন তাকে সেভাবে কথা বলতে নিষেধ করেছিলেন, তার সে কথা শোনা উচিত ছিল বলে মনে হয় আমার।
0 Comments