Ad Code

অষ্টম শ্রেণি বাংলা পর্ব -1


 

অষ্টম শ্রেণি বাংলা 

1.1. দাঁড়াও কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে ।

1.2. সকাল থেকে কবির কার কথা মনে পড়েছে ?

অসহায় নিপীড়িত মানুষের কথা মনে পড়েছে ।

1.3. কবি কিভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন ?

কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন ।

1.4. কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ?

মানুষ শব্দটি ব্যবহৃত হয়েছে আট বার

1.5. দল বিশ্লেষণ করো ।--মানুষ ,একলা ,ভেসে ,ভালবেসে

মানুষ -

মা -স্বরবর্ণ আছে সেজন্য -মুক্তদল

নুষ - ব্যঞ্জনবর্ণ আছে সেজন্য -রুদ্ধদল

ভালোবেসে-

ভা -আ-মুক্তদল ,

লো - ও-মুক্তদল ,

বে - এ-মুক্তদল ,

সে - এ -মুক্তদল

শেষে স্বরবর্ণ থাকলে মুক্তদল। এখানে সব ক্ষেত্রেই মুক্তদল যেহেতু স্বরবর্ণ আছে।

একলা-

এক- ব্যঞ্জনবর্ণ - রুদ্ধদল

লা- আ- স্বরবর্ণ - মুক্তদল

শেষে ব্যঞ্জনবর্ণ থাকলে রুদ্ধদল।

শেষে স্বরবর্ণ থাকলে মুক্তদল ।

ভেসে-

ভে- এ- মুক্তদল

সে- এ- মুক্তদল

যেহেতু উভয় ক্ষেত্রে স্বরবর্ণ শেষে আছে তাই সবগুলি মুক্তদল ।

মুক্তদল - যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্তদল । অ, কি,মা,যে

যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বর থাকে তাকে বলে রুদ্ধদল । যেমন ভয়, পিন, দিক

2 সংক্ষিপ্ত প্রশ্ন

2.1 মানুষের পাশে মানুষ কি ভাবে দাঁড়াতে পারে ?

আজকের স্বার্থান্ধ নিষ্ঠুর সমাজ আপনাতেই বুদ। কেউ কারো কথা ভাবে না বলেই মানুষ আজ অসহায় একলা ।সেই জন্য প্রত্যেক মানুষের মানবতা বোধ নিয়ে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার ।

2.1 দাঁড়াও কবিতার প্রথম স্তবকে প্রকাশিত কবির অন্তর্নিহিত ভাবনার পরিচয় দাও।

মানুষ আজ অসহায়। তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ মানুষের শত্রু ।এখন কেউ বন্ধু নয় ।স্বার্থের জন্য বন্ধু ।

3. রচনাধর্মী প্রশ্ন

3.1. দাড়াও কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো ।

কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর দাড়াও কবিতায় মানুষের অসহায়তা প্রত্যক্ষ করেছেন ।মানুষ বড় কাঁদছে কথাটির মাধ্যমে বিশ্ব যুদ্ধ ও তার পরবর্তী নানা হিংসাত্মক ঘটনায় প্রতি মুহূর্তে অপমান অত্যাচার এবং মৃত্যুর ছবি দেখা যায় ।তার প্রতি ইঙ্গিত করেছেন কবি ।মানুষের বিপদের দিনে ,একলা হয়ে যাওয়ার মুহূর্তে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কবি। মানুষের চিরন্তন মনুষ্যবোধ ও মানবিকতার কাছে কবি আহ্বান জানিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ।

Post a Comment

0 Comments