নবম শ্রেণী ক্রিয়াপদ পর্ব 2
মৌলিক ক্রিয়া -
মৌলিক ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে মৌলিক ক্রিয়া ।
যেমন-কর্+0=কর।
সাধিত ক্রিয়া-
সাধিত ধাতু সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হলে তাকে বলে সাধিত ক্রিয়াপদ ।
যেমন-ধর্+আ=ধরা > ধরাবেন।
এটি আবার তিন ভাগে বিভক্ত
প্রযোজক ক্রিয়া -
প্রযোজক ধাতুর সাথে বিভক্তি যুক্ত হলেই হয় প্রযোজক ক্রিয়া ।
দেখ্+আ=দেখা --দেখানো ।
মা শিশুকে চাঁদ দেখায় ।
নামধাতুজ ক্রিয়া -
নামধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নামধাতুজ ক্রিয়া হয় ।
ঘুম্+আ= ঘুমা -- ঘুমাচ্ছে ।
ধনাত্মক ক্রিয়া-
ধনাত্মক ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ধনাত্মক ক্রিয়াপদ হয় ।
ঝমঝমিয়ে বৃষ্টি এল ।
সংযোগমূলক ক্রিয়া -
সংযোগমূলক ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয় সংযোগমূলক ক্রিয়াপদ গঠিত হয় ।
যেমন প্রণাম( নামপদ)+কর্ (ধাতু) +0 ( বিভক্তি ) = প্রণাম কর
যৌগিক ক্রিয়া-
ইয়া,ইতে বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় ।
যেমন- মেয়েটি হাসতে লাগল ।
হাসতে অসমাপিকা ক্রিয়া এবং লাগল সমাপিকা ক্রিয়া ।
0 Comments