নবম শ্রেণী বাংলা ক্রিয়া পদ পর্ব 1
বাক্যের অন্তর্গত যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনামের যাওয়া , আসা, থাকা, খাওয়া ইত্যাদি কোন কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়া পদ ।
ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হয় না । তবে কখনো কখনো ক্রিয়া অনুক্ত থাকে ।
রাম প্রতিদিন স্কুলে যায় । সে ভালো ছেলে ।
প্রথম বাক্যে যায় ক্রিয়াপদ
দ্বিতীয় বাক্যে হয় ক্রিয়া পদ অনুক্ত আছে ।
ক্রিয়াপদ অবস্থান করে বাক্যের বিধেয় অংশে ।
কর্তার পুরুষ ( উত্তম ,মধ্যম ,প্রথম ) অনুযায়ী ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে ।
কাল ( বর্তমান ,অতীত ,ভবিষ্যৎ ) ক্রিয়াপদের গঠন নির্ভর করে ।
প্রথম ক্ষেত্রে -আমি যাই । তুমি যাও । সে যায় ।
দ্বিতীয় ক্ষেত্রে -
আমি ভাত খাই।- বর্তমান ।
সে খেয়েছিল । -অতীত ।
রাম খাবে । -ভবিষ্যত।
ক্রিয়াপদের মূল অংশ হলো ধাতু । এর কোন পরিবর্তন ঘটে না । ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদে পরিণত হয় । তবে প্রত্যয়ও যুক্ত হয় ।
ক্রিয়াপদকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় ।
1.গঠনগত প্রকারভেদ ।
2.অবস্থানগত প্রকারভেদ এবং
3.কর্ম সম্বন্ধীয় বা অন্বয় গত প্রকারভেদ ।
ক্রিয়ার গঠনগত প্রকারভেদ আবার চারটি শ্রেণীতে বিভক্ত ।
ক. মৌলিক
খ. সাধিত
গ. সংযোগমূলক
ঘ. যৌগিক
0 Comments