Ad Code

নবম শ্রেণি ইতিহাস শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ -1




 নবম শ্রেণি

ইতিহাস

শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ 

1 .কবে কেন বলকান লীগ গঠন করা হয়েছিল ?

1912 খ্রিস্টাব্দে গ্রীস ,সার্বিয়া, মন্টিনিগ্রো ,বুলগেরিয়া একত্রিত হয়ে বলকান লীগ গঠন করেছিলেন ।গঠনের উদ্দেশ্য ছিল সুলতানদের অত্যাচার থেকে জাতীয়তাবাদীদের রক্ষা করা ।

2.প্রথম বলকান যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ?

1912 খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় । লন্ডেনের সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ।

3. বিপ্লব কী ?

বিপ্লব কথার অর্থ দ্রুত এবং আমূল পরিবর্তন । সাধারণত রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লব কথাটি ব্যবহার করা হয় যখন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে । বিপ্লব এমন এক পরিবর্তন যার ফলে সমাজ ও সভ্যতার রূপ বদলে যায় ।

4. শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় উপাদান গুলি কি কি ?

ক ) যন্ত্রচালিত বৃহৎ কলকারখানা স্থাপন ।

খ ) মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ ।

গ ) মূলধন সরবরাহের জন্য ব্যাংক বা বিনিয়োগকারী সংস্থা ।

ঘ ) উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার ।

5.শিল্প বিপ্লবের উড়ান কাল বলতে কী বোঝায় ?

দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্প উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের স্বনির্ভর দ্রুত ও আধুনিক শিল্প উৎপাদন ব্যবস্থার বিকাশের চূড়ান্ত সময় কালকে ঐতিহাসিক শিল্প বিপ্লবের উড়ান কাল বলে

অভিহিত করেছেন ।

6. ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন ?

ক) শিল্পের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান মূলধন কাঁচামাল উৎপাদিত সামগ্রি বিক্রির বাজার ব্রিটেনে ছিল

খ) ব্রিটেনে শিল্প সহায়ক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছিল  

গ) ব্রিটেনের খনিজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ ছিল শিল্পের সহায়ক ।

ঘ) ব্রিটেনের সরকার শিল্প উৎপাদনে উৎসাহী ছিল  

7. কারখানা প্রথা বলতে কী বোঝো ?

শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে । এই সব রখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদন গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয় । এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত । শিল্প বিপ্লবের ফলে এই ফ্যাক্টরি প্রথার উদ্ভব হয় ।

Post a Comment

0 Comments