Ad Code

CLASS 10 বাংলা আয় আরো বে৺ধে বে৺ধে থাকি/কবিতাঅতি-সংক্ষিপ্ত উত্তর :(কম-বেশি ২০টি শব্দ)

 দশম/আয় আরো বে৺ধে বে৺ধে থাকি/কবিতা

অতি-সংক্ষিপ্ত উত্তর :(কম-বেশি ২০টি শব্দ) 

১.'আয় *থাকি' কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? (শঙ্খ ঘোষ_জলই পাষাণ হয়ে আছে।) 

২.কবিতার কথকের ডানপাশে কিসের চিহ্ন ছড়িয়ে আছে? (কথকের ডানপাশে ধ্বসের চিহ্ন ছড়িয়ে আছে। 

৩.কবিতার কথক তাঁর বাম দিকে কী দেখছেন? (কথক তাঁর বাম দিকে দেখছেন গভীর গিরিখাত। 

৪.কথক তাঁর মাথার উপর কী দেখছেন? (মাথার উপর দেখছেন বোমারু অর্থাৎ বোমারু বিমান। ) 

৫.কথকের পায়ে পায়ে কিসের বাধ্য? (কথকের পায়ে পায়ে হিমানী র ৺বাধ।) 

৬.আমাদের পথ নেই কোনো_কারণ কী? (সম্পূর্ণ অস্থির ও প্রতিকুল পরিবেশের জন্য মনে হয়েছে কোনও দিকে পা বাড়ালেই বিপদ।) 

৭.ছড়ানো রয়েছে কাছে দূরে'_কী ছড়ানো আছে? (কবিতার কথকের বক্তব্য অনুযায়ী কাছে-দূরে শিশুদের শব্দ ছড়ানো আছে। 

৮.আমাদের ইতিহাস নেই'_একথা কেন বলা হয়েছে? (একথা বলার কারণ হল, কবি যে মানুষ দের প্রতিনিধি তাদের কথা কখনো ইতিহাসে ঠা৺ই পায় না। 

৯.'আমরা ভিখিরি বারমাস'_কেন? (সাধারণ মানুষের দীর্ঘদিনের বন্চ্ঞনা

ও বিপুল ক্ষোভের বহি:প্রকাশ লক্ষ্য করে কবি এই মন্তব্য করেছেন। 

১০.'আয়****থাকি'_কেন বলেছেন? (কবি বলতে চেয়েছেন যে, যেকোনো বাধাই মানুষের ঐক্যবদ্ধতা দ্বারা আটকানো সম্ভব।

Post a Comment

0 Comments