Ad Code

যেভাবে_students_promotion_করতে_হবে

 #যেভাবে_students_promotion_করতে_হবে ??


✅✅✅👉প্রথমে e-portal login করে👉👉👉👉 student management system এ ঢুকতে হবে।


✅✅✅👉তারপর promotion/detention option এ👉👉 click করতে হবে।


✅✅✅তাহলে 👉status দেখাবে নিম্নরূপ:-


✅✅✅✅👉STEP-1 যা করণীয়:-


👇👇👇. 👇👇👇. 👇👇👇

CLASS. STATUS ACTION                  

CL-I. PENDING. SUBMIT

CL-II. PENDING. SUBMIT

CL-III. PENDING. SUBMIT

CL-IV. PENDING. SUBMIT

CL-V. PENDING. SUBMIT


✅✅✅✅👉একইভাবে উচ্চতর বিদ্যালয় গুলোর ক্ষেত্রেও তাই দেখাবে।


✅✅✅✅👉STEP-2:-যা করণীয়:-


✅✅✅✅👉প্রথমে চতুর্থ শ্রেণি বা যে সমস্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি রয়েছে সেই শ্রেণী থেকে promotion/detention শুরু করতে হবে।


✅✅✅✅👉প্রথমে লেখা থাকবে:-


1)👉STUDENT ID.....

2)👉 PRESENT SECTION-(A/B)

3)👉 STUDENT NAME..

4)👉 PROMOTED/DETAINED..

5)👉 PROMOTED/DETAINED CLASS

✅✅✅✅এর নিচে লেখা থাকবে👇👇👇👉👉👉👉PROMOTE AND LEAVE SCHOOL.....

6)👉PROMOTED/DETAINED SECTION এর ✅✅নিচে লেখা থাকবে👉PLEASE SELECT...

7)👉 PROMOTED DETAINED ROLL NUMBER

👉👉👉এর নিচে লেখা থাকবে:-STUDENT ROLL NUMBER....✅✅✅✅👉অর্থাৎ ছাত্র কিংবা ছাত্রীটি যে বিদ্যালয়ে ভর্তি হবে সেই বিদ্যালয় রোল নাম্বার দেবেন।

8)✅✅✅✅👉 এরপর কারসরটিকে উপরের দিকে তুলতে হবে সবশেষে নিচে লেখা থাকবে:-

👉👉SAVE AS DRAFT. এখানে👉 CLICK করতে হবে তাহলে লেখা থাকবে:-

9)👉CL-IV এর পাশে👉 SAVE AS DRAFT....

অর্থাৎ চতুর্থ শ্রেণীর কাজটি সম্পন্ন হল।

10)👉 ACTION OPTION এর পাশে তখন লেখা দেখাবে👉 FINALIZE.....


✅✅✅STEP-👉👉3 AND STEP-👉👉4

3👉NO AND 4👉NO SCREENSHOT টি ভালো করে দেখলেই বোঝা যাবে।


✅✅✅✅👉এর পরের ধাপে একই নিয়মে:-

👉CLASS-III

👉CLASS-II

👉CLASS-I

✅✅✅এবং সবশেষে👉 PRE-PRIMARY এর ছাত্র ছাত্রীদের পরবর্তী শ্রেণীতে👉 প্রমোশন করতে হবে।


✅✅✅✅👉তাহলে প্রতিটি শ্রেণীর পাশে 👉👉👉SAVE AS DRAFT লেখাটি দেখাবে। 


STEP-👉👉5:-

5👉NO SCREENSHOT টি দেখলে সহজেই বুঝতে পারা যাবে।


✅✅✅✅✅👉এইভাবে প্রমোশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে,,👉👉👉 তার আগে ভালো করে প্রতিটি👉👉 ছাত্র ছাত্রীর নামের পাশে👉 রোল নাম্বার কোন👉 সেকশনে পড়ছে সেটা এবং আরো যে সমস্ত কিছু কারেকশন করার থাকবে সেগুলো 👉👉কারেকশন করে নিতে হবে।


✅✅✅✅👉এরপর প্রতিটি শ্রেণীর পাশে 👉👉FINALIZE লেখা থাকবে পরবর্তী সময়ে তখন সেই অপশনটি👉👉 FINALIZE করে দিতে হবে।


✅✅✅✅👉👉বোঝার সুবিধার জন্য কম্পিউটার 👉👉👉 স্ক্রিনশট দেওয়া হল।


✅✅(বিঃ দ্রঃ)কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জেনে নিতে পারবেন। 🙏🏼🙏🏼


✍️✍️✍️---collected

Post a Comment

0 Comments