*সালার দে ঊযানি (Salar de Uyani)-* এর নাম শুনেছেন ? না তো ? তা হলে শুনুন এটা হচ্ছে *বলিভিয়ার* দক্ষিণ-পশ্চিম প্রদেশে অবস্থিত পৃথিবীর *সর্ববৃহৎ নুনের প্রাকৃতিক ভান্ডার* (salt pan)। সমুদ্রপৃষ্ঠ থেকে 3663 মিটার ওপরে 10582 বর্গ কিমি ব্যাপিত এক বিশাল, বিশাল নুনের সমতলভূমি। বলা হয় নাকি প্রাগৈতিহাসিক যুগে এটা একটা বড় *হ্রদ* ছিল। বছরের বেশির ভাগ সময় এটা শুকনো খটখটে থাকে। কিন্তু বর্ষাকালে এই নুনের সমতলভূমি ডুবে যায়। আর তখনই হয় আসল *ক্যারিশমা* । এই সময় এটির বিস্তীর্ণ এলাকা কাঁচের মতো স্বচ্ছ ও সমতল হয়ে যায়। *সেই জন্যই সালার দে ঊযানিকে বিশ্বের সবচেয়ে বড় আয়না বলা হয়।* তখন আকাশটা মাটিতে নেমে আসে। অর্থাৎ নিখুঁত *প্রতিবিম্বের* সৃস্টি হয়। সে এক *অসাধারণ* , দিগন্ত বিস্তিত *স্বর্গীয়* দৃশ্য। হাজার হাজার পর্যটক এই সময়ে বেড়াতে আসেন। এখানে গাড়ী বা সাইকেল চালালে মনে হবে আপনি যেন আকাশেই এক মসৃন সমতলে আছেন। আকাশ আর মাটি এখানে মিশে গেছে। সত্যিই আমাদের পৃথিবী এক বিচিত্র জায়গা।
0 Comments