সহজ পাঠ
দ্বিতীয় ভাগ
সপ্তম পাঠ পৃষ্ঠা 22
আমি যে রোজ সকাল হলে
প্রশ্ন
1.কে রোজ সকালে শহরের দিকে চলে যায় ?
2. কার গোরুর গাড়ি চড়ে লেখক শহরের দিকে যায় ?
3. কিসের ওপর কী সাজানো হচ্ছে ?
4. তমিজ মিঞ্চা কী গাড়ি চালান ?
সহজ পাঠ দ্বিতীয় ভাগ সপ্তম পাঠ পৃষ্ঠা 22 আমি যে রোজ সকাল হলে QUIZ
5.খেয়াল মত লেখক কী গড়ে তুলছে ?
6.সমস্ত দিন কী পিটুনি হচ্ছে ?
7. ছাদ পেটানোর সময় কী গাওয়া হয় ?
8.অনেক নীচ দিয়ে কি চলছে ?
9. বাসন ওয়ালা কী বাজাচ্ছে ?
10.কে থালা বাজায় ?
11. কে সুর করে হাক দেয় ?
12. আতাওয়ালা কী নিয়ে যাচ্ছে ?
13.কটার সময় ছেলেরা বাসায় ছোটে ?
14.কী উড়িয়ে ছেলেরা বাসায় ছোটে ?
15 কারা দলে দলে ডাক দেয় ?
16. কাকগুলো কোথায় ওড়ে ?
17. দিনের শেষে লেখক কোথা থেকে নেমে আসে ?
18. লেখকের পাড়া কোথায় ?
19. লেখক দিনের শেষে কোথায় ফিরে যায় ?
20. গাজন তলার বাঁয়ে পুকুর পাড়ে কী গাড়া আছে ?
0 Comments