Ad Code

দশম শ্রেণি ইতিহাস পর্ব-2


 

দশম শ্রেণি ইতিহাস 

A. সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ

1. একা আন্দোলন ঘটেছিল কোন আন্দোলনের পর্যায়ে-

বঙ্গভঙ্গ-বিরোধী

অসহযোগ

আইন অমান্য

ভারতছাড়ো

2. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল

1917 সালে

1920 সালে

1925 সালে

1929 সালে

3. ফরওয়ার্ড ব্লক গঠিত হয় যে বছর-

1939

1920

1921

1947

4.অসহযোগ আন্দোলনের অবসান হয় যে বছরে-

1921

1922

1923

1927

5. একা আন্দোলনের নেতা ছিলেন -

মহাত্মা গান্ধী

মাদারি পাশি

বাবা রামচন্দ্র

জহরলাল নেহেরু

6.সারা ভারত কিষান সভার প্রথম সম্মেলন হয় -

কলকাতায়

মাদ্রাজে

লাহোরে

লখনওতে

7.ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে

দিল্লি

কলকাতা

কানপুর

নাগপুর

B.সত্য-মিথ্যা নির্ণয় করো -

সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন ।

ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ধর্মঘট হয়নি ।

M.N.ROY ইংল্যান্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ।

মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন ।

একা আন্দোলন পাহাড়ে হয়েছিল ।

C. স্তম্ভ মেলাও-

বিএন শাসমল রায়বেরেলি

বাবা রামচন্দ্র বারদৌলি

বল্লভ ভাই প্যাটেল ডান্ডি

মহাত্মা গান্ধী বাংলা

D.নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো-

বিবৃতি 1.আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয় ।

ব্যাখ্যা ক) বিশ্বব্যাপী মহামন্দার ফলে কৃষকদের দুঃখ-দুর্দশার

খ) কমিউনিস্ট পার্টি বিশিষ্ট ভূমিকা নেয়

গ) জাতীয় কংগ্রেসের পূর্ণ সমর্থন জানায়

বিবৃতি 2.বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল ।

ব্যাখ্যা ক) সর্দার প্যাটেলের সাংগঠনিক শক্তি

খ) পাতিদার দের নিষ্ক্রিয় মনোভাব

গ) ব্রিটিশ কর্তৃপক্ষের সমর্থন

বিবৃতি 3. মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয় ।

ব্যাখ্যা ক) শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য

খ) জাতীয় কংগ্রেস কমিউনিস্টদের বিরোধিতা করে

গ) আইন অমান্য আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে

Post a Comment

0 Comments